নিজস্ব প্রতিবেদক: জাতীয়তবাদী মহিলা দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর মহিলা দল আজ বৃহস্পতিবার আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে। নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রওশন আরা পপি। যুগ্ম আহবায়ক অধ্যাপিকা সখিনা খাতুন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক ও জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি।
উপস্থিত ছিলেন মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক সামসুন্নাহার, মুসলিমা বেবগম বেলী, জরিনা খাতুন ও জান্নাতুল ফেরদৌস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি ও সভাপতি আসাদুজ্জামান জনিসহ মহিলাদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, এদেশে এখন রাজনীতি করার কোন পরিবেশ নেই। দীর্ঘ একযুগ ধরে দেশে স্বৈরশাসন চলছে। এই দু:শাসনের আমলে প্রধান বিরোধীদল বিএনপিকে ভাঙ্গার অনেক চেষ্টা করে ব্যার্থ হয়ে সরকার রাস্তায় মিছিল মিটিং করতে দিতে ভয় পায়। ষড়যন্ত্র করে তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সাজা প্রদান করেছে। তাঁকে এখন কারাগারে না রাখলেও গৃহবন্দি করে রেখেছে এই সরকার।
এই সরকার তাদের আজ্ঞাবহহ আওয়ামী পুলিশলীগকে দিয়ে অত্যাচার এবং একমুখি আচরন করে সম্মেলন করে কমিটিও গঠন করতে দিচ্ছেনা। তবে যতই অত্যাচার করুক বিএনপি পূর্বের তুলনায় আরো শক্তিশালী হয়েছে। এখন শুধু সময়ের ব্যাপার। যে কোন সময় সরকার পতনের ডাক আসতে পারে। এই ডাকে নারী পুরুষ সকলকে রাজপথে নামার আহবান জানান তিনি। বক্তব্য শেষে শহীদ জিয়া ও তাঁর পরিবারের মৃত সদস্য, মৃত ও নিহত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর আত্মার মাগফিরাত, করোনা থেকে মুক্তি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।