নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ শনিবার সকাল ১০টায় সংস্থার নগরীর সপুরাস্থ প্রধান কার্যালয় কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় গত অর্থবছরের (জুলাই ২০২০ হতে জুন-২০২১) কার্যক্রম এবং গত জুলাই ২০২০-জুন, ২০২১ বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। উপস্থাপিত বিষয় হাউসে আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে তা গৃহিত হয়।
এরপর সংস্থার কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনাব আলী নেওয়াজ জুল্ইা ২০২১- জুন ২০২২ সালের জন্য সংস্থার বাজেট উপস্থাপন করেন। আলোচনা ও পর্যালোচনা শেষে সকলের সবসম্মতিতে তা অনুমোদিত হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুর রউফ কবিরাজ।
সবশেষে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে সাধারণ পরিষদের প্রায় সকল সদস্য অংশগ্রহণ করেন এবং সংস্থার সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন। বার্ষিক সাধারণ সভায় মোট ১৯জন সদস্য উপস্থিত ছিলেন। সবশেষে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।