নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ৪০ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব। আজ মঙ্গলবার সকালে নগরীর আমচত্বর এলাকায় অভিযান চালায় র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। একটি পিকআপে ক্যারেটের ভেতর গাঁজাগুলো ছিলো। পিকআপ এর হেলপার সবুজকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি কুমিল্লা।
এদিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক পালিয়েছেন। র্যাব জানিয়েছে, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। এ নিয়ে দুজনের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় একটি মামলা করা হয়েছে।