নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমরা উপজেলা যুব মহিলা লীগের সম্মেলনকে সফল করার লক্ষে প্রচার মিছিল ও পথসভা করে বাগমারা উপজেলা যুব মহিলা লীগ।আজ বৃহস্পতিবার রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন প্রচার মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখে।
বাগমারা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিনুরের সভাপতিত্বে ও পারভীনের পরিচালনায় বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মৌসুমী সরকার ও জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদক মেমোরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিপাশা খাতুন বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর বাগমারা উপজেলা যুব মহিলা লীগের সম্মেলন করতে হবে। যুব মহিলা লীগের প্রাণ অপু উকিল এ সম্মেলনে উপস্থিত থাকতে চেয়েছেন। এই সম্মেলন সফল করতে যুব মহিলা লীগের নেতাকর্মীদের কঠোর পরিশ্যদ করার আহবান জানান তিনি।