নিজস্ব প্রতিবেদক: আগামী দুই অক্টোবর ঢাকার নয়া পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করতে এবং জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করার লক্ষে দেশব্যাপি ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে কৃষকদল কেন্দ্রীয় সংসদ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাদ আসর রাজশাহী মহানগর কৃষক দলের আয়োজনে প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়। নেতৃবৃন্দ রাজশাহী লক্ষ্মীপুর মোড় এলাকার বিভিন্ন দোকানের মালিক-কর্মচারী, রিক্সা ও অটোরিক্সা চালক ও পথচারীদের মধ্যে এই লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরনের পূর্বে বক্তব্যে রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম বলেন, এই সরকারের পদত্যাগ, নিদর্লীয় নিরপেক্ষ তত্ববধায়ক সরকার প্রতিষ্ঠা, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসা করানোর দাবীতে ঢাকায় আগামী দুই অক্টোবর কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ থেকে এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের আন্দোলন আরো জোরদার করা হবে। এ জন্য এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ন। এই সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতেই এই লিফলেট বিতরণ করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন রাজপারা থানা কৃষক দলের আহ্বায়ক মোকলেসুর রহমান ডাবলু, কৃষক দল রাজশাহী মহানগর সদস্য মূকুল, শামীম হোসেন, রতন, বাবু, জাহাঙ্গীর আলম বাবু, আজিজুল আলম ও নৃরে আলমসহ কৃষক দলের অন্যান্য নেতা কর্মী।