নিজস্ব প্রতিবেদক: রুখো আমেরিকা, রুখো বিএনপি- জামাত এই স্লোগানকে সামনে রেখে রোববার বিকাল ৪টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ সাহেব বাজার জিরো পয়েন্টে থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্টি কার্যালয়ের সামনে এসে সমাবেশে করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, কেন্দ্রীয় সদস্য মহানগর সম্পাদক মন্ডলী সদস্য সাদরুল ইসলাম, মহানগর সম্পাদক মন্ডলী সদস্য আব্দুল মতিন, নাজমুল করিম অপু ও সিরাজুর রহমান খান, যুব মৈত্রী মহানগর সভাপতি মতিউর রহমান মতি, মহানগর সদস্য সীতানাথ বনিক ও আলমগীর হোসেন আলম।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মৈত্রী মহানগর সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ, বাংলাদেশ ছাত্র মৈত্রী মহানগরের সভাপতি ওহিদুর রহমান ওহি, সাধারণ সম্পাদক বিজয় সরকার, নারী মুক্তির সংসদের সাধারণ সম্পাদক শাহিনুর বেগম, মহানগর কমিটির সদস্য মাসুম আক্তার অনিক ও আব্দুল খালেক বকুল।
সভায় বক্তাগণ বলেন, বিএনপি জামাত তাদের বিদেশি প্রভু আমেরিকার উপর ভর করে ক্ষমতায় আসতে চায়। তারা বলেন, রাজশাহীতে বিএনপি- জামাতের রাজনীতি কেউ বিশ্বাস করে না। কারণ তারা ২০০১ সালে এই অঞ্চলে বাংলা ভাইয়ের সৃষ্টি করে মুক্তিযুদ্ধের পক্ষের অনেক মানুষকে হত্যা করেছে। রাজশাহীতে বিএনপি জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র ওয়ার্কার্স পার্টিকে মোকাবেলা করতে হবে বলে উল্লেখ করে রাজশাহীর উন্নয়নের গতিশীলতা বজায় রাখার জন্য জননেতা ফজলে হোসেন বাদশা কে আবারও নির্বাচিত করতে হবে উল্লেখ করেন তারা।
রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক: রুখো আমেরিকা, রুখো বিএনপি- জামাত এই স্লোগানকে সামনে রেখে রোববার বিকাল ৪টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ সাহেব বাজার জিরো পয়েন্টে থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্টি কার্যালয়ের সামনে এসে সমাবেশে করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, কেন্দ্রীয় সদস্য মহানগর সম্পাদক মন্ডলী সদস্য সাদরুল ইসলাম, মহানগর সম্পাদক মন্ডলী সদস্য আব্দুল মতিন, নাজমুল করিম অপু ও সিরাজুর রহমান খান, যুব মৈত্রী মহানগর সভাপতি মতিউর রহমান মতি, মহানগর সদস্য সীতানাথ বনিক ও আলমগীর হোসেন আলম।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মৈত্রী মহানগর সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ, বাংলাদেশ ছাত্র মৈত্রী মহানগরের সভাপতি ওহিদুর রহমান ওহি, সাধারণ সম্পাদক বিজয় সরকার, নারী মুক্তির সংসদের সাধারণ সম্পাদক শাহিনুর বেগম, মহানগর কমিটির সদস্য মাসুম আক্তার অনিক ও আব্দুল খালেক বকুল।
সভায় বক্তাগণ বলেন, বিএনপি জামাত তাদের বিদেশি প্রভু আমেরিকার উপর ভর করে ক্ষমতায় আসতে চায়। তারা বলেন, রাজশাহীতে বিএনপি- জামাতের রাজনীতি কেউ বিশ্বাস করে না। কারণ তারা ২০০১ সালে এই অঞ্চলে বাংলা ভাইয়ের সৃষ্টি করে মুক্তিযুদ্ধের পক্ষের অনেক মানুষকে হত্যা করেছে। রাজশাহীতে বিএনপি জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র ওয়ার্কার্স পার্টিকে মোকাবেলা করতে হবে বলে উল্লেখ করে রাজশাহীর উন্নয়নের গতিশীলতা বজায় রাখার জন্য জননেতা ফজলে হোসেন বাদশা কে আবারও নির্বাচিত করতে হবে উল্লেখ করেন তারা।