শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৫১ অপরাহ্ন

ম্যাক্স গ্রুফ ৩২তম জাতীয়, ডাইঢিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার বিচারক মনোণীত রিপন

  • প্রকাশ সময় বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৯২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপানায় ও ম্যাক্স গ্রুপের পৃষ্ঠোপোষকতায়‘ম্যাক্স গ্রুপ ৩২তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পেলো প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হবে। চলতি মাসের ১৫-১৯তারিখ পর্যন্ত সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স মিরপুর ঢাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার জন্য বিচারক হিসেবে মনোণীত হয়েছেন রাজশাহী সরকারী মডেল স্কুল এন্ড কলেজের শারীরিক শিক্ষক আবু বকর হায়দার রিপন।

রিপন জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় একাধিকবার স্বর্ণ, রৌপ্য পদকপ্রাপ্ত সাতারু এবং এ গ্রেড সুইমিং কোচ। সাঁতারের উপরে তাঁর দেশে বিদেশে উচ্চতর ডিগ্রী ও সনদ রয়েছে। তিনি রাজশাহী শিক্ষা বোর্ড টিমের কৃতি সাতারু ছিলেন। তিনি ১৫ অক্টোবর ঢাকায় যাবেন। এই সফর যেন তিনি সততা, নিষ্ঠা ও সঠিকভাবে শেষ করতে পারেন তার জন্য রাজশাহীবাসীসহ সকলের দোয়া চেয়েছেন।

উল্লেখ্য দেশের প্রতিটি বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থ্,া ক্লাব, বিশ^বিদ্যালয়, শিক্ষা বোর্ড সমুহ ও অন্যান্য সার্ভিসের টিমের প্রায় ৬০০ জনা সাঁতারু, কর্মকর্তা ও অফিসিয়াল এই প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন বলে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এ বি সাইফ এর পাঠানো আমন্ত্রণ পত্র থেকে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin