নিজস্ব প্রতিবেদক: “সমৃদ্ধ জীবনের জন্য স্মার্ট ক্রেডিট ইউনিয়ন” এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে ৭৫তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী জেলা কালব সদস্য সেবা কেন্দ্রে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এর আয়োজনে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কালব ব্যবস্থাপনা পরিষদের খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।
মহিষবাথান মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বিরাজ আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রো সমবায় অফিসার নাসিমা বেগম ও কালব রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক মহরুল আলম।
এছাড়াও নওহাটা পৌরসভা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি ফয়েজ উদ্দিন ও উৎস ভূমি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী চৌধুরীসহ জেলার বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের সভাপতি, সেক্রেটারী, সদস্য ও অন্যান্য উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ।