নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নওহাটা পৌর ৩নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়। নওহাটার মদনহাটী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সভায় বিএনপি চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার সাবেক সফল মেয়র ও পৌর বিএনপি’র আহবায়ক শেখ মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক। আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হামিদ, বিএনপি নেতা মামুনুল সরকার জেড, শরিফুর রহমান, নওহাটা পৌর সাবেক কাউন্সিলর মোজাম্মেল ও মাসুম পারভেজ, এডভোকেট পিটার, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন মুকুল, নওহাটা পৌর যুবদল নেতা আজাদ আলী, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইয়াদ আলী, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্না খাতুন ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাকিব হাসানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, বেগম জিয়া অত্যন্ত অসুস্থ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাঁকে দ্রুত বিদেশ নিয়ে চিকিৎসা করা প্রয়োজন। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার তাঁকে চিকিৎসা নিতে বিদেশে না যেতে দিয়ে তিলে তিলে হত্যার চেষ্টা করছে। বেগম জিয়ার কিছু হলে এর দ্বায় সরকারকেই নিতে হবে বলে উল্লেখ করেন তারা। তারা আরো বলেন, বিএনপি’র নেতা এডভোকেট শফিকুল হক মিলন ও আবু সাইদ চাঁদ এর জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে সরকারী নেতৃবৃন্দ তাদের আজ্ঞাবহ পুলিশ বাহিনীকে দিয়ে একের পর এক মামলা দিয়ে কারাগারে আটক রাখছে। তারা উভয়ে অসুস্থ। দ্রুত তাদেরও চিকিৎসা প্রয়োজন। বেগম জিয়া, মিলন ও চাঁদসহ সকল রাজবন্দির দ্রুত মুক্তি দাবী করেন তারা। সেইসাথে সরকার পতনের আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।