শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:০৬ অপরাহ্ন

নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার র‌্যালি ও সমাবেশ

  • প্রকাশ সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়। নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার আয়োজনে সকাল ৮টায় রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরস্থ নিরাপদ সড়ক চাই এর কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি নিয়ে তারা লক্ষ্মীপুর মোড় হয়ে সিএন্ডবি মোড় ঘুড়ে পুণরায় কার্যালয়ে সামনে এসে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও সমাবেশে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার সভাপতি এডভোকেট তৌফিক আহসান টিটু। উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রকৌশলী জিয়া উদ্দিন আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ বিন আক্তার আবিদ, সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবান আলী দিলিপ, সেভ দ্যা ন্যাচার এর চেয়ারম্যান মিজানুর রহমান ও ডক্টর সিরাজুল ইসলাম। এছাড়াও প্রীতি আফসারী, আবু তালেব ও মাজদারসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, প্রতিদিন সড়কে মানুষের প্রান যাচ্ছে। রাস্তায় বেড়িয়ে কোন মানুষই নিরাপদে ফিরবে এর কোন গ্যারান্টি নাই। এজন্য শুধু চালক দায়ী নয়। পথচারীরাও দায়ী বলে উল্লেখ করেন তিনি। তিনি পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। সেইসাথে রাস্তার ডান পাশ দিয়ে চলার জন্য জনগণকে পরামর্শ দেন তিনি। এছাড়াও শহরের সকল ফুটপাত দখলমুক্ত করার অনুরোধ করে সভাপতি। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার কার্য়ালয়ে বাদ মাগরিব আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin