নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাহাড়িয়া সম্প্রদায়ের বোজে উৎসব শুক্রবার দুপুর ২টা থেকে পাবনার দাশুরিয়া এলাকার মারমি গ্রামের গীর্জা মাঠ প্রাঙ্গিনে অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমী আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমীর গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচার একাডেমীর নির্বাহী সদস্য সুসেন কুমার শ্যামদুয়ার, ইউপি সদস্য রফিকুল ইসলাম মাঝি, মারমি গ্রামের প্রধান বারনাথ বিশ্বাস, আদিবাসী লেখক এবং পাহাড়িয়া গবেষণা ও উন্নয়ন সোসাইটির সভাপতি অভিলাষ বিশ্বাস, মারমি গ্রামের প্রধান সেবরিয়র বিশ্বাস, সুজন বিশ্বাস, পিনুস বিশ্বাস ও বাচ্চু বিশ্বাস। এছাড়াও পাহাড়িয়া সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সভাপতি তার বক্তব্যে বলেন, বোজে হচ্ছে ভোজ। পাহাড়িয়া সম্প্রদায়ের মানুষ মারা গেলে তার আত্মার শান্তি কামনায় এই ভোজ দেওয়া হয়। তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিসত্তার অনেক সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। এগুলো পুনরুদ্ধার করে সংরক্ষণ ও চর্চা করার ব্যবস্থা করে যাচ্ছে এই প্রতিষ্ঠান। আগামীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিসত্তার সকল সম্প্রদায়ের সংস্কৃতি পুনরোদ্ধারে এ প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করবে এবং সংরক্ষণে সার্বিক সহযোগিতা করবে বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।