নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র নৃগোষ্ঠির পাহাড়িয়া সম্প্রদায়ের ছেলে মেয়েদের সমন্বয়ে তিনব্যাপি চিরায়ত নৃত্য প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার শেষ হয়েছে। গত রোববার সকাল থেকে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির হল রুমে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছিলো। উদ্বোধন করেছিলে অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।
সমাপনি অনুষ্ঠানে বেনজামিন বলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি সরকারী গেজেটভূক্ত উত্তরবঙ্গের সকল জাতি গোষ্ঠির হারানো সংস্কৃতি পুণরুদ্ধার, চলমান সংস্কৃতির চর্চা, লালন, উদযাপন ও সংরক্ষণে সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিলো। কারন আকাশ সংস্কৃতির কবলে ক্ষুদ্র নৃগোষ্ঠির ছেলে-মেয়েরা তাদের প্রকৃত সংস্কৃতি থেকে অনেক দূরে চলে যাচ্ছে।
রাজশাহী বিভাগে বসবাসরত এবং সরকারী গেজেটভূক্ত সকল ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের সংস্কৃতি রক্ষায় রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শুধু প্রশিক্ষণ নিলে হবেনা। তা চর্চা এবং মনে ধারন করতে প্রশিক্ষণে অংশগ্রহনকারী সকলকে পরামর্শ দেন তিনি।
প্রশিক্ষণ সমন্বয়ে ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি সংগীত প্রশিক্ষক মানুয়ের সরেন ও কবীর আহম্মেদ বিন্দু। প্রশিক্ষণ প্রদান করেন পাহাড়িয়া সম্প্রদায়ের নৃত্য প্রশিক্ষক সিলভিয়া বিশ^াস ও ডেভিড বিশ^াস।