এস.আর. ডেস্ক: যশোর শার্শা উপজেলায় এক কন্যাশিশুকে (৯) ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ মে) ভুক্তভোগী শিশুর নানা বাদী হয়ে মামলা করলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, রোববার (১৬ মে) বাড়িতে স্ত্রী না থাকার সুযোগে নিজের সন্তানকে ধর্ষণ করে বাবা। এর পরে মা বাড়িতে এলে ভুক্তভোগী শিশু মাকে সব ঘটনা বলে।
এ সময় পারিবারিকভাবে সিদ্ধান্ত হয় এমন জঘন্য ঘটনার জন্য তারা মামলা করবে। সোমবার (১৭ মে) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক বাবাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। ভুক্তভোগী শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।