রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন

ময়মনসিংহে করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু

  • প্রকাশ সময় শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪১৬ বার দেখা হয়েছে
????????????????????????????????????????

এস. আর. ডেস্ক : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন করোনায় এবং সাতজন উপসর্গ নিয়ে মারা যান। শনিবার (০৩ জুলাই) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

গত ২৪ ঘণ্টায় ৩৬৬ টি নমুনা পরীক্ষায় ৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ১৯ দশমিক ৬৭ শতাংশ। জেলায় মোট শনাক্ত ৮ হাজার ২৫৪ জন। সুস্থ হয়েছে ৭ হাজার ১৮৮ জন। মোট মৃত্যু ৮৫ জন। ২৪ ঘন্টায় জেলায় শনাক্তকারীদের মধ্যে সিটি কর্পোরেশনসহ সদরেই রয়েছে ৫৬ জন।

মহিউদ্দিন খান বলেন, প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ায় করোনা ইউনিটের আইসিসিইউর আসন সংখ্যা ১৩টি থেকে বাড়িয়ে ২০টি এবং সাধারণ ওয়ার্ড ২১০টি থেকে বাড়িয়ে ২৪২টি করা হয়েছে। বর্তমানে আইসিইউর ২০টি আসনের সবগুলোই রোগীতে পূর্ণ রয়েছে এবং সাধারণ ওয়ার্ডে ভর্তি আছেন ২৬০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin