স্পোর্টস ডেস্ক: এমন শুরু কখনও চাইনি বাংলাদেশ। খেলা শুরু হতে না হতেই ২ উইকেট নেই! মাঝে একটু স্থিতিশীল অবস্থার পর আবার দেখতে দেখতে নেই ৫ উইকেট। ওপেনার সাইফ হাসান কিংবা মিডল অর্ডারে সাকিব আল হাসানের অসহায় আত্মসর্মপণ হতাশার ছবি এঁকে দেয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের গায়ে। আর দুপুর গড়িয়ে বিকেল হতেই ওই হতাশার ছবি মুছে যায় লিটন দাস ও মাহমুদউল্লাহর অসাধারণ ব্যাটিংয়ে।
বলা হচ্ছে হারারে টেস্টের প্রথম দিনের কথা। আলোর স্বল্পতায় ৭ ওভার আগের দিন শেষ হয়ে যাওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে অম্লমধুর সময় কেটেছে বাংলাদেশের। যেখানে টপ অর্ডারের ব্যর্থতা বড় ক্যানভাসে ফুটে ওঠার বিপরীতে লিটন-মাহমুদউল্লাহর দৃঢ়তার ছবিও ধরা পড়েছে। তাই দিন শেষে বাংলাদেশের অবস্থা ভালো-খারাপ মিলিয়ে। ৮৩ ওভারে ৭ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ২৯৪ রান।