স্পোর্টস ডেস্ক : চলতি বছরের এপ্রিল থেকেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ও ক্রিকেটারদের মধ্যে বনিবনা নিয়ে বেশ ঝামেলা চলছে। চুক্তির মেয়াদ শেষ হবার পর থেকে সিরিজ ভিত্তিক চুক্তি করেই খেলছেন কুশল পেরেরারা।
এর মাঝে সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ দিয়ে তরুণদের আধিক্য দিয়ে দল সাজানোতেও বেশ বিতর্কিত হচ্ছে বোর্ড। এবার নতুন ইস্যু, ভারতের বিপক্ষে ব্যক্তিগত কারণে খেলবেন না বলে জানিয়েছেন এঞ্জেলো ম্যাথিউস।
ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য যে চুক্তি হয়েছে সেটিতে স্বাক্ষর করেননি ম্যাথিউস। ৩৪ বছর বয়সী এই অল-রাউন্ডার মনে করছেন, এটি কোনও সমাধান নয়। তবে ব্যক্তিগত কারণে সামনে কিছু দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকবেন বলেও জানান ম্যাথিউস।
বাংলাদেশ সফরে আসার আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন থিসারা পেরেরা। দলের সবচেয়ে অভিজ্ঞ অল-রাউন্ডারের অবসর নেয়ার কারণ হিসেবে লঙ্কান গণমাধ্যম জানায়, বাংলাদেশ সফরের দল থেকে বাদ পড়ার গুঞ্জনে অবসরের সিদ্ধান্ত নেন তিনি।
এদিকে এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা ইএসপিএনক্রিকইনফোকে নিশ্চিত করেছেন, চলতি বছর শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রীয় চুক্তি আর হচ্ছে না। এখন কেবল সিরিজ ভিত্তিক চুক্তির প্রস্তাব দেয়া হবে।
এর কারণ হিসেবে তিনি বলেন, অনেক সময় দেয়ার পরও বার্ষিক চুক্তিতে ক্রিকেটারদের স্বাক্ষর না করার জন্যই আগামী বছর পর্যন্ত এভাবেই চলবে।
আগামী ১৩ জুলাই থেকে শুরু হবে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।