সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রীসহ ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ জুলাই) সকালে সিরাজগঞ্জ আদালতে তাদের প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) রাতে উপজেলার নান্দিনামধু এলাকার এক বাড়ি থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার নান্দিনামধু এলাকার বাসিন্দা আবু সিদ্দিক, মাসুদ, হাসান মণ্ডল, শামীম প্রামাণিক, ফিরোজুল ইসলাম, রফিক, সুজন সরকার ও আতাউর রহমান হিরন।
কামারখন্দ থানার অফিসার ইনচার্জ কে. এম রাকিবুল হুদা আরটিভি নিউজকে জানান, দীর্ঘদিন যাবত নান্দিনামধু এলাকার একটি বাড়িতে রাতে জুয়া খেলা চলছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জুলাই) রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৮ জন জুয়াড়িকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৪ হাজার ৮শ টাকা, ৪ বান্ডিল তাস ও ২টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃতদের আজ বুধবার সকালে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।