স্পোর্টস ডেস্ক: দুটি জাতীয় দল গঠনের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সেটি আগামী ডিসেম্বরে পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরেও হতে পারে বলে জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে বিষয়টি সামনে আনেন বোর্ড প্রধান।
করোনা ভাইরাস কারণে ক্রিকেট সূচিতে বিস্তর ওলট-পালট হচ্ছে। কোন সিরিজ খেলতে গেলে দলগুলোতে নির্দিষ্ট দিন কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। জৈব সুরক্ষা বলয়ের ফাঁদে পড়ে সময় যাওয়ার পাশাপাশি মানসিক অবসাদও তৈরি হচ্ছে। ফলে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য পারফর্ম করাও কঠিন হয়ে যাচ্ছে। এই সমস্যা সমাধান করতে ভারত কিছুদিন আগে ইংল্যান্ড আর শ্রীলঙ্কা সফরে ভিন্ন দুটি জাতীয় দল পাঠাতে বাধ্য হয়েছে। এবার সে পথেই হাঁটার ইঙ্গিত দিলেন নাজমুল হাসান।
বৃহস্পতিবার বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমাদের দুটি জাতীয় দল একসঙ্গে খেলবে এমন সময়ের বেশি দেরি নাই। নভেম্বরে পাকিস্তান আসার কথা আমাদের দেশে, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সিরিজও আছে। সুতরাং সেখানে হতেই পারে এমন কিছু।’
সে জন্য সবাইকে ধৈর্য্য ধারণ করতে বলেছেন বোর্ড প্রধান, ‘শুধু বলবো যে অস্থির হবেন না। এমন পরিস্থিতিতে নতুন কিছু খেলোয়াড় খেলবে, একটা-দুটা ম্যাচ খারাপ খেলতে পারে, তাতে হুলুস্থুল করা যাবে না। একটু ধৈর্য্য ধরুন, সময় দিলে আমার ধারনা দুটা জাতীয় দল গঠন করা সম্ভব।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগামী নভেম্বর-ডিসেম্বরে ২ টেস্ট ৩ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এই সিরিজ শেষ হতেই ডিসেম্বরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কার। সিরিজ শেষ করে ডিসেম্বর-জানুয়ারিতে ২ টেস্ট, ৩টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ। হয়তো সামনের কঠিন পরিস্থিতি বিবেচনা করেই এমনটা বলেছেন বোর্ড সভাপতি।
এমন সিদ্ধান্তের পেছনে বোর্ড প্রধানের যুক্তি, ‘অনেক দিন ধরেই শুনে আসছি আমাদের খেলোয়াড় সংকট। রিপ্লেসমেন্ট ছিল না। এখন বেশ কিছু প্লেয়ার আমাদের আছে। উদাহরণ হিসবে বলি- নাইম শেখ, আফিফ হোসেন অসাধারণ করেছে। এর বাইরেও অন্র্ধ্বূ-১৯ থেকে যে ছেলেগুলো এলো, যেমন শরিফুল অসাধারণ। একটা ছেলে এসে জায়গা করে নিলো এটা গুড সাইন। এমনকি সোহান ফিরে এসেই যে খেলা দেখাচ্ছে, এটা বিশ্বমানের। মুশফিক, লিটন নিউজিল্যান্ড সিরিজে দলে ঢুকবে। ওরা যখন ঢুকবে কাকে বাদ দিবেন? আমি বলতে চাচ্ছি এটা একটা সমস্যা কিন্তু মধুর সমস্যা, এটাই আমরা চাই।’