মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১২:৫২ অপরাহ্ন

বাগামারায় নির্বাচনী প্রচারণায় বাঁধা দেয়ার অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৩১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যান্য স্থানের ন্যায় আগামী ২০২২ সালের ৫ জানুয়ারী রাজশাহীর বাগমারা উপজেলার ১১নং গনিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ নির্বাচনে অংশ গ্রহন করেছেন।

তিনি নির্বাচনে অংশগ্রহন করায় অত্র ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলীয় নৌকার প্রার্থী এসএম এনামুল হক ও তাঁর হেলমেট বাহিনী প্রতিনিয়ত হত্যার হুমকি প্রদান করছেন। সেইসাথে নির্বাচনী এলাকায় ক্যাম্প ও পোস্টার টানাতে দিচ্ছেন না এবং তাঁর কর্মী সমর্থকদের বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদান করছে বলে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ। আজ বুধবার (২২ ডিসেম্বর) রাজশাহী সাংবাদিক ইউনিয়নে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হারুনুর রশিদ জানান, ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগমারার গনিপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য মনোনয়ন পত্র উত্তোলন করার পর থেকে তিনি তাঁর নিজ বসত বাড়ীতে অবস্থান করতে পারছেন না। কারণ নৌকার প্রতীকে মনোনীত প্রার্থী এসএম এনামুল হকসহ তাঁর হেলমেট বাহিনী তাঁর বাড়িতে বিভিন্ন সময়ে হানা দিচ্ছে। মনোনয়ন পত্র বাছাই এর দিন পুলিশের সামনে তাঁকে গুলি করে হত্যা করার হুমকি প্রদান করে, যা অনেকেই প্রকাশ্য দেখেছেন বলে তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন।

শুধু তাঁকেই নয় প্রস্তাব ও সমর্থনকারীদেরকেও বাড়িতে গিয়ে হত্যার হুমকি দিচ্ছেন। এ বিষয়ে তাঁর প্রস্তাবকারী বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি আরে বলেন, তার পিতা কখনও আওয়ামীলীগ কিংবা তাঁর অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। এমনকি ২০০৮ সালের নির্বাচনে তার পিতা এবং এস.এম. এনামুল হক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরদার আমজাদ হোসেনের হয়ে কাজ করেন। সেইসাথে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে হামলা করে বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার ছবিসহ নৌকা প্রতিক ভাংচুর করেছিলেন।

তিনি বলেন, গনিপুর ইউনিয়ন আওয়ামীলীগ পরিবার ও স্বাধীনতার স্বপক্ষের গণমানুষের হৃদয়ের রক্তস্খরণ বন্ধ করতেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। তিনি দলীয় প্রতীকের বিরুদ্ধে নয় বরং একজন প্রার্থীর বিরুদ্ধে। যারা তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য জননেত্রী শেখ হাসিনাকে ভুল তথ্য দিয়ে তার নামে মনোনয়ন গ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে ধিক্কার জানান।

এবিষয়ে এসএম এনামুল হক এর নিকট জানতে চাইলে তিনি বলেন, ‘যে অভিযোগ তাঁর বিরুদ্ধে তোলা হয়েছে সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন। বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ তাঁর মামা হন। কারো প্ররোচণায় পড়ে তিনি এগুলো করেছেন বলে জানান এনামুল হক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin