মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন

রাজশাহীতে ননদের বিরুদ্ধে দোকানঘর দখলের অভিযোগ ভাবীর

  • প্রকাশ সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৩৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এবার মিথ্যা আশ্বাস দিয়ে আপন ভাইয়ের স্ত্রীর (ভাবী) দোকানঘর দখল করে নিয়েছে ননদ সালমা বেগম। দোকানঘর ফেরত পেতে ভাবী সেলিনা পারভীন, ননদ সালমা বেগমের নামে একটি উকিল নোটিশ পাঠিয়েছে। গত বছরের ৬ অক্টোবর সেলিনা পারভীনের পক্ষে রাজশাহী জর্জ কোর্টের এ্যাডভোকেট গোলাম মোস্তফা বাবু এই উকিল নোটিশ পাঠান। এছাড়াও দোকান বুঝে পেতে রাজশাহী কোর্টে একটি মামলাও হয়েছে।

এতে উল্লেখ করা হয় নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তি যা জেলা ও সাব রেজিষ্ট্রি অফিস রাজশাহী সদর থানা-বোয়ালিয়া, মৌজা-লক্ষ্মীপুর, জে.এল.নং-হাল ০৭ মধ্যে সহকারী কমিশনার (ভূমি) বোয়ালিয়া সেরেস্তায় বর্ণিত সম্পত্তি আর.এস- ৩১২ নং খতিয়ানের আর.এস.দাগ নং-২৬৯০, রকম-বাড়ি, পরিমান-.০৫৫৬ একর এর কাত .০০৪১ একর। এই সম্পত্তি ২০০৫ সালের ৩ মে হেবাবেল এওয়াজ দলিল নং-৪৯২৫-১১৩-১৯৯-২০৩ নম্বর দলিল মূলে প্রাপ্ত হয়ে খারিজ কেস নং-৮৩৯/৯-১/২০২১-২০২২ নং নাম জারী কেসে নিজ নাম জারী করে ৭০৮৫ নং প্রস্তাবিত খতিয়ান খুলে সরকরী খাজনা প্রদান করে আসছেন। ফলে এই সম্পত্তি সম্পূর্ণরুপে সেলিনা পারভীনের।

এদিকে সেলিনা পারভীনের স্বামী টগর বলেন, এই সম্পত্তি তিনি পৈত্রিক সূত্রে পেয়ে স্ত্রী সেলিনা পারভীনের নামে রেজিষ্ট্রি করে দেন। পরে তার স্ত্রী নিজ নামে নামজারী করে নেন এবং বর্তমানে তারনামেই রয়েছে। সেইসাথে খাজনা পরিশোধ করে আসছেন। কিন্তু তার বোন ষড়যন্ত্র ও মিথ্যা আশ্বাস দিয়ে ভবন করার নামে গোপনে তার নামে হেবানামা দলিল করে নেন। পরে তিনি এটা বুঝতে পেরে মিস কেস করে তা ফেরত নেন। অফিসিয়াল ভাবে ফেরত পেলেও বাস্তবে সেই সম্পত্তি অর্থাৎ দোকানঘর বুঝে পাননি।

তিনি আরো বলেন, তার বোন সালমা বেগম তার দোকান অন্যের নিকট ভাড়া দিয়ে নিজে ভাড়া উত্তোলন করে খাচ্ছেন। অনেকবার বলেও তাকে দোকানঘর বুঝে দিচ্ছেনা। দোকানঘর বুঝে পাওয়ার জন্য রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু বরাবরে আবেদন করেও কোন ফল পাচ্ছেন না বলে জানান তিনি। টগর আরো বলেন, তার সন্তানেরা এখন বড় হয়েছে। তারা নানা স্থানে ভবঘুরের মত ঘুরে বেড়াচ্ছে। দোকানঘরটা পেলে সেখানে তারা ব্যবসা-বাণিজ্য করে খেতে পারেন। তিনিসহ জমির মুল মালিক সেলিনা পারভীন ও ছেলেদের মধ্যে থেকে শিমুল তাদের দোকানঘর বুঝে দেয়ার জন্য কাউন্সিলরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান।

এ বিষয়ে কাউন্সিলর নুরুজ্জামান টুকুর নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি জানেন। কয়েকদিনের মধ্যে উভয়কে ডেকে বিষয়টি সমাধান করার চেষ্টা করবেন বলে জানান কাউন্সিলর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin