মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০১:১৪ অপরাহ্ন

রাজশাহী ভাটাপাড়া বাকীর মোড়ে আগুনে পুড়লো কাঙলার বাড়ি

  • প্রকাশ সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৬১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ভাটাপাড়া বাকীর মোড়ে মৃত কাঙলার একটি কাঁচাপাকা বাড়ি আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ঐ বাড়িতে আগুন লাগে বলে প্রতিবেশীরা জানান। ঐ বাড়িতে একমাত্র বসবাসকারী কাঙলার স্ত্রী আনোয়ারা ব্যবসায়ীক কাজে রাজশাহীর বাহিরে থাকায় এ সময়ে ঐ বাড়িতে কেউ ছিলোনা যানা গেছে।

প্রতিবেশীরা জানান হঠাৎ পাশের বাড়িতে আগুন লাগা দেখতে পান। আগুন দেখে চিৎকার শুরু করলে আশে পাশের লোকজন পানি দিয়ে এবং ইট মেরে আগুন নেভনোর চেষ্টা করেন। এরই মধ্যে ফায়ার সার্ভিসকে ফোন করলে তারা আসতে আসতে বাড়িতে থাকা সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

প্রতিবেশী ইনসান ও সোহানসহ আরো অনেকে বলেন, ঘন বসতি হওয়ার আগুন লাগাতে তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। আর ঐ বাড়ির আশে পাশে প্রায় সব বাড়ি কাঁচাপাকা হওয়ার আরো বেশী আতঙ্কের সৃষ্টি হয়। তবে ফায়ার সার্ভিস এর লোকজন দ্রুত সময়ে ঘটনাস্থলে এসে আগুন নেভালে সবার মনে স্বস্তি ফিরে আসে বলে জানান তারা।

এবিষয়ে জানতে চাইলে তার ছেলে রবি বলেন, তারা তিন ভাই ও মা এখানে বসবাস করতেন। কিন্তু এখন শুধু তার মা আনোয়ারা এই বাড়িতে বসবাস করেন। তারা সবাই ভাড়া বাড়িতে থাকেন। তবে ব্যবসায়ী কাজে তার মা রাজশাহীর বাহিরে থাকায় মালের ক্ষতি হলেও জানের কোন ক্ষতি হয়নি। তারা সবাই ভাড়া বাড়িতে থাকলেও তাদের দখলে নিজ নিজ ঘর রয়েছে। তিনি একজন ব্যবসায়ী মানুষ। অটোরিক্সার ব্যবসা করেন। আগুনে তার নগদ পঁচাশি হাজার টাকাসহ সকল রিক্সার লাইসেন্স ও অন্যান্য আসবাবপত্রসহ প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আর সব মিলে প্রায় সাত লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এদিকে রাজশাহী ফায়ার ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, খবর পাওয়া মাত্র তারা ঘটনাস্থলে যান এবং দ্রুত পানি মেরে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করেন তিনি। ক্ষতি প্রায় তিন লক্ষ টাকা হয়েছে বলে জানান ফায়ারের এই অফিসার। এদিকে ফায়ার সার্ভিস রাজশাহী প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক জাকীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin