বুধবার, ১৫ মে ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান’র পোস্টার লাগাতে বাধা, মারপিট ও গাড়ি ভাংচুর

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে অন্যদের ন্যায় নির্বাচনে প্রতিদন্দিতা করছেন আখতারুজ্জামান আখতার। আখতার বলেন, ইতোমধ্যে বেশ কিছু হামলা ও হুমকির মধ্য দিয়েই প্রচার প্রচারণা তিনি চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি তাঁর পোষ্টার ও ফেস্টুন নির্বাচনী এলাকা থেকে ছিড়ে ফেলার অভিযোগ পাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। এরই মধ্যে গত বুধবার দিবাগত রাতে রাজশাহী মোহনরপুর উপজেলার ধুরোইল ইউনিয়নে তাঁর পোষ্টার লাগাতে বাধা দেওয়া ও কর্মীদের আটকে রেখে মারপিট করেছে বলে তিনি খবর পেয়েছেন।

এই খবরের প্রেক্ষিতে তিনি তাঁর নির্বাচনের প্রধান সমন্বয়কারী এ্যাড. আবু রায়হান মাসুদসহ বেশ কিছু কর্মীকে ঘটনাস্থলে দুটি গাড়ি দিয়ে পাঠান। রাত্রি আনুমানিক পৌনে ১১টার দিকে তাঁরা সেখানে উপস্থিত হলে রাজশাহীর পবা-মোহনপুর আসনের এমপি আয়েন উদ্দিনের নির্দেশে চেয়ারম্যান দেলোয়ার হোসেনের নেতৃত্বে অতর্কিতভাবে তাঁদের উপর হামলা হয় বলে উল্লেখ করেন তিনি। এসময় সন্ত্রাসীরা তাঁদের দুইটি গাড়ি পুরোপুরি ভেঙ্গে ফেলে। এর কিছুক্ষন পরপরই সেখানে এমপি উপস্থিত হয়ে তাদের ইউনিয়ন পরিষদ ভবনে অবরুদ্ধ করে রাখেন বলে জানান আখতার।

ঘটনা ঘটার অন্তত ১০ মিনিট পরই পবা-মোহনপুর সংসদ সদস্য আয়েন উদ্দিন তার নেতাকর্মী নিয়ে ঘটনাস্থল গিয়ে তাঁর লোকজনদের মারপিট ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় এমপি নিজেই তাঁর নেতাকর্মীদের লাঠি দিয়ে মারপিট করেন বলে অভিযোগ করেন তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলামসহ অন্যান্য অফিসার ও ফোর্সরা। ঘটনাস্থল থেকে ৭জনকে উদ্ধার করে পুলিশ তাদের থানায় নিয়ে আসেন।

মারধরের ঘটনায় তাঁর নির্বাচনের প্রধান সমন্বয়কারীসহ আরও সমর্থকরা হলেন, বাগমারা উপজেলার বড়বিহানালী গ্রামের নাসির উদ্দীন প্রামানিকের ছেলে আব্দুল মালেক নয়ন(৩৫), রাজশাহী নগরীর হড়গ্রাম এলাকার মৃত সাইফুদ্দিন মিয়ার ছেলে আবু সুফিয়ান সম্রাট(৩০), মৃত আবুল হোসেনের ছেলে আশিকুল ইসলাম নিটু(৪৫), মৃত এ্যাড.মাহাতাব উদ্দিনের ছেলে এ্যাড.গোলাম আযম ফারুক(৫৩), মনিমুল হকের ছেলে উজ্জ্বল হোসেন(৩০), লক্ষীপুর এলাকার মৃত নকির উদ্দিন শেখের ছেলে মোঃ আলী (৫৩) ও রাজশাহী হড়গ্রাম এলাকার মন্টুর ছেলে রাফি (৩৫)।

এই ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়েছেন প্রার্থী। সেই সাথে এর সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানান তিনি। নির্বাচনী এলাকার সকল ভোটারদের কারো গুজবে কান না দিতে অনুরোধ করেন তিনি। পাশাপাশি সমর্থক ও প্রতিনিধিদের নির্বাচন চলাকালে মাথা ঠান্ডা রেখে চলার অনুরোধ জানান আখতারুজ্জামান আখতার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin