বুধবার, ১৫ মে ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন

রাগবী প্রতিযোগিতায় রাজশাহী রাগবী ক্লাব বালক ও প্রমিলা দল চ্যাম্পিয়ন

  • প্রকাশ সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাগবী খেলা বাংলাদেশে এতটা জনপ্রিয় না হলেও বিশ^ব্যাপি এই খেলা ক্রমন্বয়ে জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশের এই খেলা জনপ্রিয় করতে সরকারীভাবে পৃষ্ঠপোষকতা শুরু হয়েছে। বোরবার বিকেলে রাজশাহী সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই রাগবী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বালক ছয়টি এবং বালিকা দুইটিসহ মোট আটটি দল অংশগ্রহন করে। খেলায় বালকে রাজশাহী রাগবী ক্লাব রাইন রিয়ান রাগবী ক্লাববে ২০-৫ পয়েন্টে হারিয়ে চ্যাপম্পিন হয়। সেইসাথে বালিকাতে রাজশাহী রাগবী ক্লাব প্রমিলা দল চ্যাম্পিয়ন হয়।

রাজশাহী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে, বাংলাদেশ রাগবী ফেডারেশন এর সহযোগিতায় ও রাজশাহী রাগবী ক্লাব এর সমন্বয়ে প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারী শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল আলীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের উপরিচালক আখতারুজ্জামান রেজা তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রাগবী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বকর হায়দার রিপন, রাজশাহী ল্যাবরেটরী স্কুলের সিনিয়র শিক্ষক মোশারফ হোসেন, পিএন বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রহিমা আকতার জাহান স্মৃতি, সরকারী শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক হাবিবুর রহমান ও রাজশাহী রাগবী ক্লাবের উপদেষ্টা সাংবাদিক ফজলুল করিম বাবলু। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin