রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে কারিতাস’র মতবিনিময় সভা

  • প্রকাশ সময় সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে কারিতাস এর প্রবীণ, প্রতিবন্ধীদের বয়স্ক ভাতা ও সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তির দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কারিতাস রাজশাহী অঞ্চল এসডিবিবি প্রকল্পের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী-তানোর আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব ওমর ফারুক চৌধুরী।

গোদাগাড়ী উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম ও গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এছাড়া অত্র প্রকল্পের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা বলয়ে প্রতিটি গরীব দু:খী মানুষকে অন্তর্ভূক্ত করেছেন। এছাড়াও নগদ অর্থ প্রদানসহ দিচ্ছেন শতভাগ প্রতিবন্ধিভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ সরকারী সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করছেন। সেইসাথে মাতৃত্বকালীন ভাতা প্রদানের মাধ্যমে সুস্থ্য সন্তান জন্মদানে সহযোগিতা করে আসছেন বলে উল্লেখ করেন তিনি।

বক্তব্য শেষে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ১০টি সেলাই মেশিন ও সুপেয় পানির জন্য ১০ টি নলকুপ প্রদান করবেন বলে প্রতিশ্রুতি দেন প্রধান অতিথি। সেইসাথে তিন দিনের মধ্যে তালিকা প্রদান করার আহ্বান জানান তিনি। শেষে বয়স্ক ভাতা বৃদ্ধির বিষয়টি পরবর্তী সময়ে যথাযত কর্তপক্ষকে জানাবেন বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin