সোমবার, ০৬ মে ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইয়ুথ ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশ সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ^বিদ্যালয়ে মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম, রাজশাহী এর উদ্দ্যোগে ইয়ুথ ক্যাম্প অনুষ্টিত হয়। বোরবার সকাল ১০ টায় মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম রাজশাহী এর উদ্দ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্ত মঞ্চ, শহীদ মিনার চত্বরের ইয়ুথ ক্যাম্প অনুষ্টিত হয়। ক্যাম্পে অংশগ্রহণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ, ছাত্রদল এবং ছাত্র সমাজসহ অন্যান্য বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীবৃন্দ। এই ইয়ুথ ক্যাম্পটি মূলত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সার্বিক ব্যবস্থাপনা এবং ইউএসএইড এর আর্থিক সহযোগীতার পরিচালিত পলিটিক্স মাটার্স ওয়েব সাইট ব্যবহার করে তুরুণরা কিভাবে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন করতে পারে তা তুলে ধরা হয়।

ক্যাম্পে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এইভিএ এর প্রফেসর ড. এম. গোলাম আরিফ এবং পুঠিয়া- দুর্গাপুরের সাবেক এমপি আবুল হোসেন। এছাড়ার রাজশাহী মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, সহ-সভাপতি গোলাম মোস্তফা মামুন, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার মিতা, সহ-সাংগঠনিক সম্পাদক রোকসানা মেহেবুব চপলা, তাজমুল-তান টুটুল ও সিফাত জেরিন তুলি,কোষাধক্ষ-সামসুনন্নাহার মুক্তি, নির্বাহী সদস্য রোকসানা বেগম টুকটুকি উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন সকিনা খাতুন দপ্তর সম্পাদক নাজমুল হক ডিকেন এবং অন্যান্য শিক্ষার্থী সহ প্রায় ৯৫ জন উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক আসমা আকতার ও প্রোগ্রাম সহকারী রায়হান আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ১৮তম ব্যাচের ফেলো- মারুফা খাতুন সোনিয়া ও এমদাদুল হক লিমন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin