সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন

সিংড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও এদিন অত্র ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সিংড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর আয়োজনে বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে প্রধান অতিথি ছিলেন কাল্ব ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান আগষ্টিন পিউরী ফিকেশন।

সিংড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কাল্ব ব্যবস্থাপনা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাহমিদা সুলতানা সীমা, সেক্রেটারি আরিফ মিয়া, বরেন্দ্র চলন খ-অঞ্চলের ডিরেক্টও ওয়াজেদ আলী খাঁন, কাল্ব জেনারেল ম্যানেজার প্যাট্রিক পালমা, সাবেক ডিরেক্টর ও বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত রোজারিও, নাটোর ও বগুড়া জেলার সহকারী জেলা ব্যবস্থাপক নরোত্তম কুমার বিশ্বাস।

লালপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপক অলক কুমার সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অত্র ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিংড়া কৃষিজীবি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, সিংড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপরেটিভ ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান মজনু মিয়া, সেক্রেটারী আতিকুর রহমান,ট্রেজারার আব্দুল কাদের, ডিরেক্টর গোলাম ছরওয়ার, বেলায়েত হোসেন, জাকির হোসেন, বিভিন্ন ক্রেডিটইউ নিয়নের চেয়ারম্যান সহ অত্র ক্রেডিট ইউনিয়ন ও কালবের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য এদিন সমিতির বার্ষিক আয়-ব্যয়সহ সমিতির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নিয়ে সার্বিক বিষয়ে মতবিনিময় হয়। শেষে লটারী প্রতিযোগিতার মাধ্যমে সদস্যদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin