নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে হরিজন পল্লীর বাসিন্দাদের মাঝে আম বিতরণ করা হয়েছে। আজ রোববার বিকেলে হরিজন পল্লীর ২৫০ পরিবারের মাঝে রাসিক মেয়রের পক্ষে আম বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগ ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। প্রতিটি পরিবারকে ২ কেজি করে আম প্রদান করা হয়েছে।
উপস্থিত থেকে আম বিতরণ করেন বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১১নং ওয়ার্ড আওয়াম লীগের সভাপতি আমিনুল ইসলাম আজহার, সাধারণ সম্পাদক রুহুল আমিন ও ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাফর আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।