সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

গৃহকর্মী তামান্না হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশ সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১০২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: গৃহকর্মী তামান্না হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের সুষ্ঠু বিচারের দাবীতে সোমবার সকাল ১০টায় রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং অক্সফাম ইন বাংলাদেশ ও এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট’র (এসিডি) সহযোগিতায় এবং গৃহকর্মী নারী দলের আয়োজনে রাজধানী ঢাকার রূপনগরের গৃহকর্মী তামান্নার হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার চেয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উন্নয়ন কর্মী সুব্রত পালের সঞ্চালনায় এসিডি’র পক্ষ থেকে ঘটনার সারসংক্ষেপ তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মনিরুল ইসলাম পায়েল। বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়জুল্লাজ চৌধুরী বলেন, সকলকে সামাজিক আন্দোলনে সম্পৃক্ত করার মাধ্যমে মানবাধিকার সুনিশ্চিত করতে হবে। আর যেন তামান্নার মতো কাউকে জীবন দিতে না হয়, তার জন্য সকলকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি।

গৃহকর্মী দলের সদস্য আছমা বেগম মানববন্ধনে বলেন, আর কত নির্যাতন আমাদের সহ্য করতে হবে। আমরা আর মুখ বুঝে থাকতে চাইনা। আমাদের বোন তামান্না হত্যার সুষ্ঠু বিচার চাই। আরেক গৃহকর্মী ও দলের সাধারণ সম্পাদক মোছাসাথী বলেন, আমরা এই দেশের নাগরিক হিসেবে সকল সুযোগ পাওয়ার এবং চাওয়ার অধিকার আছে। তবুও কেন আমাদের মর্যাদার জন্য লড়াই করতে হবে। আমাদের সবাইকে একত্রিত হয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করতে হবে।

এদিকে মানবাধিকার কর্মী ও দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা বলেন, আমাদেরকে সব সময় পিছিয়ে রাখা হয়। কিন্তু পিছিয়ে থাকতে চাইনা। আমার মানুষ হিসেবে ন্যায্যতা চাই।

মানববন্ধনে ব্লাস্ট প্রতিনিধি রেজাউল ইসলাম, মানবাধিকার কর্মী আহসানুল হক রিপন, মনজুরুল ইসলাম, কৃষ্ণা রানী বিশ^াস প্রমূখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা সুষ্ঠু তদন্ত ও বিচারের পাশাপাশি গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা ২০১৫ এর সঠিক বাস্তবায়ন, গৃহশ্রমিকদের শোভন কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা এবং শ্রম আইন ২০০৬ এ গৃহকর্মীদের অন্তর্ভুক্তি দাবি জানানো হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin